শ্যামল -সবুজ ছায়াঘেরা আঁকা-বাকা মেঠো পথ ,পাখ-পাখালির কোহতান ,বক শালিকের ঝাকেদের আনাগোনায় যখন বাংলার প্রকৃত রুপ লাবন্য আর তারুন্য নিয়ে এসে একটি এলাকাকে সুশুভিত করে তখন কার মনে না চায় এই প্রকৃতির সাথে মিলে মিশে একাকার না হতে।ঠিক তেমনি আজ হতে প্রায় ৩০০ বছর পূর্বে আমদিয়া গ্রামে বসবাস করত প্রভাবশালী হিন্দুরা। গ্রামের নাম আমদিয়া কিন্তু নামের স্বার্থকতা কোথায় তা জানা না গেলে ও ইউনিয়নের নাম আমদিয়া কেন হয়েছে তার ইতিহাস স্পষ্টই জানা যায়। এখানকার প্রভাবশালী হিন্দুদের দাপটে ইউনিয়নের নাম আমাদিয়া রাখা হয়েছে। আসলে আমদিয়া গ্রামটি খুব বেশী বড় নয়। মাত্র ১৫০০ লোকের আবাস এই গ্রামটিতে আছে। বাকী আর ও প্রায় চল্লিশ হাজার লোক নিয়ে আমদিয়া ইউনিয়ন। সবচেয়ে বড় গ্রাম কান্দাইল , পাকুরিয়া , ভূইয়ম ,আখালিয়া।অথচ আমদিয়া গ্রামের নামেই নাম করন করা হয়েছে এই ইউনিয়নটি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS