৭৮নং আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আখালিয়া গ্রামের এক পার্শ্বে অবস্থিত। আখালিয়া মুক্তা বাজার হতে পিচ ঢালা পথ ধরে আপনি যেতে পারেন আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের সামনে একটি পুকুর আছে। আশে পাশে কৃষি জমি আর প্রাকৃতিক নীলাকার স্কুলের পরিবেশকে অত্যন্ত মনোরম করে রেখেছে।বর্তমানে বিদ্যালয়ে দুটি ভবন আছে ।একটি দুতলা ভবন নতুন নির্মান করা হয়েছে। আর একটি টিন সীড ।
১৯৭৩ খ্রিঃ আখালিয়ার জনগন প্রথম নিজেদের অর্থে একটি একচালা টিনের খরে প্রথম এই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।অনেক চড়াই উৎরায় পার হয়ে বিদ্যালয়টি সরকারী স্বীকৃত প্রাপ্ত হয়। স্কুলের প্রারম্ভিক দিক দিয়ে এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যাক্তি বর্গরা পরিচালনা করত। বর্তমানে ও একটি সুন্দর দক্ষ পরিচালনা কমিটি আছে।
ক্রমিক | নাম | পদবী | মোবাইল নং |
১ | জনাব মো: ছবির ভূইয়া | সভাপতি | ০১৯২৮৯৯৬৫৭ |
২ | জনাব মো: ফারুক মিয়া | সহ সভাপতি | ০১৬৭৩২৩১৩১৬ |
৩ | জনাব মো: কেরামত আলী | সদস্য | ১০৭৭৭৪৭২৯২৩ |
৪ | জনাব মো: আবুল কালাম মেম্বার | সদস্য | ০১৯৬২৪৯৩০৩৮ |
৫ | জনাব মো: হযরত আলী | সদস্য | ০১৯৩২৪৪৫১৫০ |
৬ | জনাব মোসা: শাহিদা বেগম | সদস্য | ০১৯১১১১০১৭২ |
৭ | জনাব মোসা: রোকসানা বেগম | সদস্য | ০১৯১১১১০১৭২ |
৮ | জনাব মোসা: আসমা বেগম | সদস্য | ০১৯১১১১০১৭২ |
৯ | জনাব মোসা: পরিবান বেগম | সদস্য | ০১৯১১১১০১৭২ |
১০ | জনাব মোসা; মরিয়ম বেগম | সদস্য | ০১৯২৪৫৭৪৫৭১ |
১১ | জনাব মোসা: গোলনাহার | সদস্য | ০১৯১১১১০১৭২ |
সন | সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০১০ | ২৩ জন | ২৩ জন | ১০০% |
২০১১ | ৪৪ জন | ৪৪ জন | ১০০% |
২০১২ | ৪৭ জন | ৪৭ জন | ১০০% |
২০১৩ | ৫৯ জন | ৫৯ জন | ১০০% |
২০১৪ | ৭৪ জন | ------- | --------- |
পরে সংশোধন করে দেয়া হবে।
এখানে মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা দেয়া হল
শ্রেণী | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট |
শিশু | ২২ জন | ১৩ জন | ৩৫ জন |
১ম | ৩৯ জন | ৩৬ জন | ৭৫ জন |
২য় | ৩৮ জন | ৪১ জন | ৭৯ জন |
৩য় | ৫৪ জন | ৩৬ জন | ৯০ জন |
৪র্থ | ৫০ জন | ৩৮ জন | ৮৮ জন |
৫ম | ৪৩ জন | ৩৪ জন | ৭৭ জন |
মোট | ২৪৬ জন | ১৯৮ জন | ৪৪৪ জন |
বিদ্যালয়ের শিশু ভর্তির হার ১০০% । বিগত পাচ বছর যাবত পাশের হার ১০০% এবং প্রতি বছর বৃত্তি পাওয়া । ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ও এই বিদ্যালয়ের অংশগ্রহন আছে নিয়মিত এবং বহু সাফল্য পুরস্কার ও আছে।
ছাত্র/ছাত্রীদের খেলার সামগ্রী প্রদান করা হবে। লেখা পড়ার মান বৃদ্ধি করা হবে। সার্বিক ভাবে বিদ্যালয়টি জেলার একটি অন্যতম বিদ্যালয় বানানোর চেষ্টা করা হচ্ছে।
৭৮নং আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আখালিয়া গ্রামের এক পার্শ্বে অবস্থিত। আখালিয়া মুক্তা বাজার হতে পিচ ঢালা পথ ধরে আপনি যেতে পারেন আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।
১ম শ্রেণীর মেধাবী ছাত্র/ছাত্রী:
১. রেজওয়ানুর সরকার রিফা ক্লাস রোল ০১
২. মুনিয়া বেগম--------------ক্লাস রোল ০২
৩. তামান্না বেগম------------ক্লাস রোল ০৩
২য় শ্রেণীর মেধাবী ছাত্র/ছাত্রী:
১. মোসা: ফাল্গুনী আক্তার ক্লাস রোল ০১
২. মোসা: অনন্যা বেগম ক্লাস রোল ০২
৩. মোসা: ইশা বেগম ক্লাস রোল ০৩
৩য় শ্রেণীর মেধাবী ছাত্র/ছাত্রী :
১. মো: সিয়াম মিয়া ক্লাস রোল ০১
২. মোসা: রাত্রি বেগম ক্লাস রোল ০২
৩. মোসা: রুনা বেগম ক্লাস রোল ০৩
৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র/ছাত্রী :
১. মোসা: মুক্তা আক্তার ক্লাস রোল ০১
২. মো: রিয়াদ মিয়া ক্লাস রোল ০২
৩. মোসা: সুমাইয়া বেগম ক্লাস রোল ০৩
৫ম শ্রেণীর মেধাবী ছাত্র/ছাত্রী:
১. আমিনুল হোসেন ক্লাস রোল ০১
২. মোসা: আনিকা আক্তার ক্লাস রোল ০২
৩. মোসা: রচনা আক্তার ক্লাস রোল ০৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস