আমদিয়া ইউনিয়ন সাংস্কৃতিক সংগঠন
১. বনাইদ সোসাইল সার্ভ এসোসিয়েশন ( বিএসএস এ)
ঠিকানা: বনাইদ , আমদিয়া , নরসিংদী। একটি সেবা মূলক সংগঠন ।
সেবা করার পাশা-পাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড চালানোই এই সংগঠনের কাজ।
২.নাম: বেলাটি ঐক্যতান একাডেমী
সংস্থার পরিচালনা কমিটি নিম্নরুপ
ক্রমিক নং | নাম | গ্রাম | পদবী |
১ | জনাব মো: আলমগীর হোসেন | বেলাটি | সভাপতি |
২ | জনাব মো: মাসুদুর রহমান | বেলাটি | সহসভাপতি |
৩ | জনাব মো: আল রাসেল | বেলাটি | সদস্য |
৪ | জনাব মো: সোলাইমান মিয়া | বেলাটি | সদস্য |
৫ | জনাব মো: রুবেল মিয়া | বেলাটি | সদস্য |
২. সংস্থার কার্যক্রম: গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী দেশীয় পল্লী গীতি, ভাটিয়ালী, লালনগীতি সহ অনেক দেশীয় গান শেখানো ও পরিবেশন করাই এই সংস্থার প্রধান কাজ।
৩. ইউনিয়ন পরিষদ তাদের চর্চাকে সর্বদাই সহায়তা করে থাকে।
সংগঠনের সভার ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস