ভাষা : আমদিয়া ইউনিয়নের জনগনের ভাষা বাংলা ।মিশ্রিত বাংলা আঞ্চলিক ভাষা। কথা বলার সময় বাক্যের শেষে একটা লম্বা টান বের হয়ে আসে।সংস্কৃত ভাষা , ফরাসি ভাষা আর ইংলিশ ভাষা হতে কিছু কিছু শব্দ এখানকার মানুষের বাংলাভাষায় আছে।
সংস্কৃতি: এই এলাকার মানুষ ধর্ম প্রিয় । অধিকাংশ জনগনই মুসলিম ।প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান।খেলাধুলার মাঝে রয়েছে ফুটবল , হা-ডু-ডু , ক্রিকেট বাংলার ঐতিহ্যবাহী পুরাতন কিছু কিছু খেলা ও এই এলাকার মধ্যে প্রচলিত আছে।গান বাজনা ও এই এলাকার মানুষের একটি প্রিয় বিষয়।তাঁত শিল্প এলাকার একটা বিশাল ঐতিহ্য।বিখ্যাত গ্রামীন চেকের কাপর যেমন থ্রী পিছ , বিছানার চাদর, শাড়ী কাপড় , বিভিন্ন পর্দার কাপড় , গামছা ইত্যাদি এই এলাকায় উৎপাদিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস