আমদিয়া ইউনিয়নের সাথে উপজেলা , জেলা এবং রাজধানীর সাথে যোগাযোগ অত্যন্ত ভাল । নিম্নে দেয়া হল:-
১. ট্রেন যোগাযোগ: ঢাকার কমলাপুর রেল ষ্টেশন থেকে আপনি ইচ্ছে করলে ট্রেন যোগে আসতে পারেন নরসিংদী রেল ষ্টেশনে। অথবা লোকাল ট্রেনে আসলে নামতে পারেন ঘোড়াশাল ষ্টেশনে। সেখান থেকে ১০ টাকা ভাড়া বাস বা সি এন জি দ্বারা চলে আসবেন পাঁচদোনা বাসষ্ট্যান্ডে ।ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা বাস ষ্ট্যান্ড হতে তিন কি:মি: সিএনজি যোগে মাত্র ১০ টাকা মাথা পিছু ভাড়ায় যাওয়া যায় পাকুরিয়া বাজারস্থ আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
২.বাস যোগাযোগ: তাছাড়া আপনি বাসে যদি আসেন ঢাকা হতে উঠবেন গুলিস্থান বা সাইদাবাদ বা যাত্রাবাড়ী হতে । ঢাকা- সিলেট বা ঢাকা - বি.বাড়ীয়া বা ঢাকা- ভৈরব এর যে কোন বাসে আপনি উঠবেন। নেমে পড়বেন পাঁচদোনা বাসষ্ট্যান্ডে।
৩.তাছাড়া মহাসড়কের কান্দাইল বাসষ্ট্যান্ড হতে সিএনজি যোগে ও কান্দাইল হয়ে আঁকা-বাঁকা পিচঢালা সড়কে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ¦ ঘেষে পাকুরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসা যায় মাত্র ২০ টাকা মাথাপিছু ভাড়ায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস