আমদিয়া ইউনিয়নে নিম্ন বর্নিত খাল আছে কিন্তু কোন
নদী নাই।
১.গজারিয়া খাল: এই খালটি আমদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেষ
প্রান্ত হতে শুরু হয়ে ভুইয়ম , মাথরা , পাকুরিয়া , বনাইদ , আখালিয়া ,
কান্দাইল হয়ে রুপগঞ্জ উপজেলায় প্রবেশ করেছে। এই খালটিই মূলত: এই
এলাকার প্রধান খাল এবং পানি সেচের একমাত্র উপায় এবং পথ। এই
খালটিই আমাদের বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন নামে উপাধি প্রদান
করেছে। কোন কোন এলাকায় এর নাম ধলাই খাল ,কোন কোন এলাকায়
এন নাম স্বর্ন খালি , কোন কোন এলাকায় এর নাম ঘাগরার খাল আবার
বনাইদ এলাকায় বনাইদ খাল নামে পরিচিত ,আবার কোথাও বা ২৪
খালি খাল বলে ও একে ডাকে , আবার কেউ কেউ এই খালকে উবাডাঙ্গী
খাল ও বলে ডাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস