Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

মহিলা বিষয়ক অফিস কর্তৃক ইউনিয়ন পরিষদের মাধ্যমে

নিম্ন বর্নিত কার্যক্রম বাস্তবায়ন করা হয়:-

 

১. গর্ভবতী দু:স্থ নারীদের গর্ভকালীন /মাতৃত্বকালীন ভাতা  প্রদান কার্যক্রম।

২. ভিজিডি (ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্যক্রম।

৩. দু:স্থ নারীদের বিভিন্ন প্রশিক্ষণ।

৪. দু:স্থ নারীদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুদ বিহীন ঋন প্রদান।

 

১. গর্ভবতী দু:স্থ নারীদের গর্ভকালীন /মাতৃত্বকালীন ভাতা  প্রদান কার্যক্রম: এই কার্যক্রমের অধিনে অত্র ইউনিয়নে মোট ৩৪ জন ভাতা প্রাপক আছেন। তারা এক বছর যাবৎ ভাতা পাচ্ছেন । আর ও এক বছর যাবৎ ভাতা পাবেন। মোট দুই বছর এই ভাতা প্রদান করা হয়।

 

২. ভিজিডি (ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্যক্রম: আমদিয়া ইউনিয়নে বর্তমানে ৮৮ জন ভিজিডি দু:স্থ নারী আছে। প্রতি মাসে এই নারীদেরকে ৩০ কেজি হারে খাদ্য বিতরন করা হয়। এই ভিজিডি নারীরা তাদের নিজনিজ পরিবারের আয়ের উৎস এবং বয়স ১৮ হতে ৪৫ বছরের মধ্যে। তারা প্রতি মাসে ৫০ টাকা হারে সঞ্চয় করেছে। কার্ডের মেয়াদ অন্তে এই টাকা এক সাথে ফেরত দেয়া হবে । একটি এন জি ও এই টাকা জমা নিয়েছে।

 

৩. দু:স্থ নারীদের বিভিন্ন প্রশিক্ষণ: বিভিন্ন দু:স্থ নারীকে এই অফিস হতে সেলাই , কম্পিউটার , ব্লক-বাটিকের কাজ শেখানো হয় যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাছাই করা হয়।