শিরোনাম
বেলাব শহীদ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়
স্থান
নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
১. আপনি ঢাকা কমলাপুর রেল ষ্টেশন থেকে যে কোন ট্রেন দিয়ে নরসিংদী রেল নামতে পারেন । নরসিংদীর ঐতিহ্যবাহী কলা কিনে একটি রিকসা যোগে বাসষ্ট্যান্ড এসে বাসে বা সি এন জি যোগে পাঁচদোনা বাসষ্ট্যান্ড আসবেন। এখান থেকে সি এন জি যোগে সরাসরি আপনি চলে যেতে পারেন বেলাব শহীদ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে। যেতে যেতে যা দেখবেন আঁকা -বাঁকা পিচ ঢালা পাকা রা্স্তা । রা্স্তার দুপাশে তাল ,তমাল , হিজল আর নানাহ সারি সারি গাছ । আরো দেখবেন সারি সারি পুকুর আর পুকুর । পুকুরের পাড়ে সুন্দর সুন্দর সারি সারি গাছ লাগানো আপনাকে মুগ্ধ না করে ছাড়বেনা ।
২. আপনি বাসে যদি আসেন তাহলে ও পাঁচদোনা বাসষ্ট্যান্ড নামবেন। তার পর ঐ একই ভাবে----------------------------।
বিস্তারিত
বেলাব শহীদ গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় টি একটি গার্লস উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি এলাকার অত্যন্ত স্বনামধন্য , দেশ বরেন্য , শহীদ বুদ্ধীজিবী অধ্যাপক গিয়াস উদ্দিনের নামে নাম করন করা হয়েছে।বিশেষ যত্ন সহকারে এই বিদ্যালয়টি আছে। এখানকার মানুষের অতিথি আপ্পায়ন্ আপনার হৃদয়কে জয় করে নিবে। আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চল কাকে বলে দেখতে পাবেন গুছানো সাজানো যেন কেউ ছবি একেঁ রেখেছে।